বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালী–২ (বাউফল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার তার মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) দুপুর ১.৩০ ঘটিকায় বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংসু সরকার (কুট্টি) ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মিজানুর রহমান লিটু, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, বাউফল পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন, বাউফল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী গিয়াস, উপজেলা বিএনপির সদস্য সালমা আলম লিলিসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। এ সময় তারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বাউফলে বিএনপির ধানের শীষের প্রার্থী শহিদুল আলম তালুকদারের মনোনয়নপত্র দাখিল
বাউফলে বিএনপির ধানের শীষের প্রার্থী শহিদুল আলম তালুকদারের মনোনয়নপত্র দাখিল
Share
Read more

