ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকা। আবহাওয়া অফিস জানিয়েছে, নরসিংদীতে উপত্তি হওয়া কম্পনটির ঢাকায় মাত্রা ছিল ৫.৭। এতে বংশালে বিল্ডিংয়ের রেলিং ভেঙে ৩ জন মারা গেছেন বলে জানা গেছে।
শুক্রবার সকালে ১০টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এটি বাংলাদেশ ও ভারত দুই দেশেই অনুভূত হয়েছে। ভূমিকম্প সংঘটিত হওয়ার পর থেকে চারদিকে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

