
নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের দারুণ সূচনা হয়েছে। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক জয় পায় বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগ্রেসরা। শক্তির বিচারে বাংলাদেশের থেকে অনেক এগিয়ে ইংল্যান্ড। সর্বশেষ আসরের রানার্সআপ তারা। তবে নিগার সুলতানা জ্যোতির দলও বেশ আত্মবিশ্বাসী, জয়ের লক্ষ্যেই মাঠে নামবে তারা।
আজ মঙ্গলবার (৭ অক্টোবর) ভারতের গুয়াহাটিতে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হবে গুরুত্বপূর্ণ এই লড়াই।
পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করায় বাংলাদেশ দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও জানিয়েছেন, টুর্নামেন্টের শুরুতে একটি ভালো জয় পুরো দলকে উজ্জীবিত করে, যা সামনের ম্যাচগুলোতে ভালো করতে সহায়তা করবে। সেই আত্মবিশ্বাস নিয়েই শক্তিশালী ইংলিশদের মোকাবিলা করতে প্রস্তুত টাইগ্রেসরা।
তবে প্রতিপক্ষ ইংল্যান্ডও রয়েছে দুর্দান্ত ফর্মে। নিজেদের প্রথম ম্যাচে তারা দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৬৯ রানে গুটিয়ে দিয়ে ১০ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে। তাই আজকের ম্যাচটি যে সহজ হবে না, তা ভালোভাবেই জানে বাংলাদেশ দল।
গত বিশ্বকাপের ওয়ানডে ফরম্যাটে ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশ একবারই মুখোমুখি দেখা হয়েছিল। সেই ম্যাচে অবশ্য ১০০ রানে হেরেছিল বাংলাদেশ। তবে এবার নতুন উদ্যমে মাঠে নেমে অতীতের পরিসংখ্যানকে পেছনে ফেলতে চায় টাইগ্রেসরা। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়ায় আজকের ম্যাচটি পয়েন্ট টেবিলের শীর্ষ চারে জায়গা করে নেয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

