বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে কর্মী সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে বাউফল উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এই সভায় দলের অভ্যন্তরীণ বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দেন স্থানীয় নেতা-কর্মীরা।
কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেন বলেন, বিগত বছরগুলোতে আমি আপনাদের সাথে থেকে এ এলাকার জনগণের সেবা করার চেষ্টা করেছি। কেন্দ্র যেহেতু সাবেক এমপি শহিদুল আলম তালুকদারকে মনোনয়ন দিয়েছেন, তাই আমাদের প্রধান লক্ষ্য পটুয়াখালী-২ (বাউফল) আসনটি ধানের শীষকে বিজয়ী করে আমাদের নেতা তারেক রহমানকে উপহার দেওয়া। তিনি আরও বলেন, আগামীতেও আমি আগের মতোই নেতা-কর্মীদের সুখে-দুখে পাশে থাকবো।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বাউফল বিএনপিতে সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার, মু. মুনির হোসেন এবং ইঞ্জিনিয়ার এ.কে.এম ফারুক আহমেদ তালুকদারের নেতৃত্বে তিনটি ধারা সক্রিয় ছিল। এই কর্মী সভার মাধ্যমে মু. মুনির হোসেন ও ইঞ্জিনিয়ার ফারুক তালুকদারের অনুসারীরা একজোট হয়ে কেন্দ্র মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদারের পক্ষে কাজ ঘোষণা দেন, যা স্থানীয় রাজনীতিতে নতুন মোড় নিয়েছে।
কর্মী সভা শেষে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক আ: জব্বার মৃধা, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী পলাশ, উপজেলা শ্রমিক দল সভাপতি হাসান মাহমুদ মঞ্জু, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ সহস্রাধিক নেতা-কর্মী।

