বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপি প্রার্থী শহিদুল আলম তালুকদারের মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় পড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মনোনয়ন প্রত্যাশী মু. মুনির হোসেন ও ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদার সমর্থকরা। দুই গ্রুপ একত্রিত হয়ে এ কর্মসূচি পালন করে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে শহরের হাচন দালাল মার্কেটস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের গেটের সামনে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আঃ জব্বার মৃধা।
মিছিলে “ফারুক–মুনির দুই ভাই, রাজপথ ছাড়ি নাই”, রিভিউ নমিনেশন – বাউফল বাউফল, “শহিদুল আলমের মনোনয়ন মানি না, মানবো না”, “বিএনপির মনোনয়ন বাতিল করতে হবে” ইত্যাদি স্লোগান দেওয়া হয়।
পরে উপজেলা পরিষদের সামনের সড়ক অবরোধ করে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময়ে বক্তারা বলেন, বাউফল উপজেলা ও পৌর বিএনপির কারো সাথে কোন প্রকার আলোচনা ছাড়া শহিদুল আলম তালুকদারকে মনোনয়ন দেয়া হয়েছে। গত ষোলো সতেরো বছর তিনি বাউফলে বিএনপির কোন আন্দোলন সংগ্রামে ছিলেন না। বক্তারা আরো বলেন, ২০০৮ সালের সংসদ নির্বাচনে শহিদুল আলম তালুকদার বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে আওয়ামীলীগ নেতা এসএম ফিরোজ আলমের পক্ষে আনারস মার্কার নির্বাচন করেন।
বক্তারা শহিদুল আলম তালুকদারের মনোনয়ন পরিবর্তনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আঃ জব্বার মৃধা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান খোকন ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাজী পলাশ প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকরা যোগ দেন।

