বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে বাউল আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে খেলাফত মজলিশের উদ্যোগে উপজেলা পরিষদ জামে মসজিদ প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোলাবাড়ি এলাকায় সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাউল আবুল সরকারের ফাঁসি ব্লাসফেমি আইন প্রনয়নের দাবী করে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পটুয়াখালী-২ বাউফল আসনে খেলাফত মজলিশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আইয়ুব বিন মুছা, মাওলানা আবদুর রাজ্জাক ও আবদুল খালেক প্রমুখ।

