Saturday, November 22, 2025

বিবিসির ‘শাসনব্যবস্থায় সমস্যা’ আছে উল্লেখ করে পদত্যাগ করেছেন সুমিত

Share

‘প্যানোরমা’-কাণ্ডে পদত্যাগ করলেন বিবিসির আরও এক শীর্ষ কর্মকর্তা। এর আগে ৯ নভেম্বর সংস্থাটির মহাপরিচালক টিম ডেভি ও হেড অব নিউজ বা বার্তা বিভাগের প্রধান ডেবোরা টারনেস পদত্যাগ করেছিলেন। শুক্রবার বিবিসি এক বিবৃতির মাধ্যমে পরিচালনা পর্ষদের সদস্য সুমিত ব্যানার্জির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।

বিবিসির ‘শাসনব্যবস্থায় সমস্যা’ আছে উল্লেখ করে পদত্যাগ করেছেন সুমিত। এক চিঠিতে তিনি জানান, মহাপরিচালক টিম ডেভি ও বিবিসি নিউজের প্রধান নির্বাহী ডেবোরা টার্নেসের বিষয়ে তার সঙ্গে ‘পরামর্শ করা হয়নি’।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০২১ সালের এক ভাষণের অংশ জোড়া দিয়ে তৈরি করা প্যানোরমার এক পর্বকে ঘিরে তৈরি বিতর্কের জেরে বিবিসির অভ্যন্তরে এই ভাঙনের সৃষ্টি হয়েছে। মহাপরিচালক ডেভি ও হেড অব নিউজ ডেবোরার পদত্যাগের পর থেকে বিবিসি বোর্ড কীভাবে পরিচালিত হয়, সে বিষয়ে বিভিন্ন মহলে উদ্বেগ উঠেছিল। সংস্থাটির তদারকি ও কৌশল নির্ধারণের দায়িত্ব বোর্ডের ওপর। এবার বোর্ডের সদস্য সুমিত ব্যানার্জির পদত্যাগ আরও অস্থিরতার জন্ম দিল।

এক বিবৃতিতে বিবিসির মুখপাত্র বলেন, সুমিত ব্যানার্জি আজ বিবিসি বোর্ডকে পদত্যাগের বিষয়টি জানিয়েছেন। নন-এক্সিকিউটিভ পরিচালক হিসেবে তার মেয়াদ চলতি বছরের ডিসেম্বরের শেষে শেষ হওয়ার কথা ছিল। আমরা তার সেবার জন্য ধন্যবাদ জানাই। তার স্থলাভিষিক্ত খোঁজার কাজ অনেক দূর এগিয়েছে। যথাসময়ে এ বিষয়ে আরও তথ্য জানানো হবে।

বিবিসির ওয়েবসাইট অনুযায়ী, বোর্ডে সুমিত ব্যানার্জির দায়িত্ব ছিল জনস্বার্থে কাজ করে স্বাধীন বিবেচনা প্রয়োগের মাধ্যমে বিবিসির স্বাধীনতা অটুট রাখা ও তা সুরক্ষিত করা।

২০২২ সাল থেকে নন-এক্সিকিউটিভ বোর্ড সদস্য হিসেবে দায়িত্ব পালন করা ব্যানার্জি প্রযুক্তি খাতে বিশেষায়িত একটি পরামর্শ ও বিনিয়োগ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তিনি এর আগে ব্যবস্থাপনা পরামর্শক প্রতিষ্ঠান বুজ অ্যান্ড কোম্পানির নেতৃত্ব দিয়েছেন।

১২ সদস্যের বিবিসি বোর্ডের দায়িত্ব হলো সংস্থাটি যেন তার গণসেবা মিশন বাস্তবায়ন করতে পারে তা নিশ্চিত করা এবং সংস্থাটির কৌশলগত দিকনির্দেশনা নির্ধারণ করা। বিবিসির মূল অর্থায়ন আসে লাইসেন্স ফি প্রদানকারীদের কাছ থেকে। নন-এক্সিকিউটিভ সদস্যরা বিবিসির নির্বাহী ব্যবস্থাপনার জবাবদিহি নিশ্চিত করেন। বোর্ডের নেতৃত্বে আছেন সাবেক তথ্যচিত্র নির্মাতা সামির শাহ।

Read more

Local News