বাংলা ফ্রেম ক্রীড়া ডেস্ক:
ফিফা বিশ্বকাপে খেলা অনেক দূরের স্বপ্ন বাংলাদেশের জন্য। তবে বাংলাদেশের মানুষ সব সময়ই মেতে ওঠে ফুটবল বিশ্বকাপ নিয়ে। প্রিয় দলকে সমর্থন দিতে কত কি আয়োজন করেন। ২০২২ বিশ্বকাপের সময় আর্জেন্টিনাকে সমর্থন করা বাংলাদেশি ভক্তদের উম্মাদনার খবর তো ছড়িয়েছে সাড়া বিশ্বে। ২০২৬ সালের জুন থেকে আবারও ফুটবল বিশ্বকাপের আনন্দে মাতবেন ভক্ত সমর্থকরা। তার আগে ২০২৬’র জানুয়ারিতে ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি।
পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান কোকাকোলার সঙ্গে মিলে প্রতিবারই বিশ্বকাপের আগে ট্রফি ট্যুরের আয়োজন করে ফিফা। এবারও ব্যতিক্রম হচ্ছে না। ঢাকায় ১৪ জানুয়ারি বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন ফুটবলপ্রেমীরা। যদিও ট্রফি কোথায় প্রদর্শন করা হবে তা এখনো ঠিক হয়নি।
২০২২ বিশ্বকাপের আগেও ঢাকায় আনা হয়েছিল বিশ্বকাপ ট্রফি। সঙ্গে এসেছিলেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডার ক্রিস্তিয়ান কারেম্বু ও ফিফার সাত প্রতিনিধি।
২০১৩ সালেও ঢাকায় এসেছিল বিশ্বকাপ ট্রফি, তবে সেটি ছিল আসল ট্রফির রেপ্লিকা।

