Saturday, November 22, 2025

ভূমিকম্পে জাবির চার আবাসিক হলে ফাটল

Share

জাবি প্রতিনিধি:

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় অনুভূত ভূমিকম্পে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারটি হলে ফাটল দেখা দিয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হওয়া ভূমিকম্পে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, শহীদ তাজউদ্দীন আহমদ হল ও ছাত্রীদের ফজিলতুন্নেসা হল এবং ১০ নং ছাত্র হলের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে।

হলগুলোর আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ৭ তলার সি-ব্লকের ফ্লোরে এবং ৬ তলার বি-ব্লকের ওয়াশরুমের দেওয়ালে ফাটল দেখা দিয়েছে। ফাটল ধরেছে শহীদ তাজউদ্দীন আহমদ হলের ৯ তলার বি-ব্লকের ফ্লোরে। ফজিলতুন্নেসা হলেও ফাটল দেখা দিয়েছে

এছাড়া ১০ নং ছাত্রহলের (সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল) দুই ভবনের সংযোগ স্থলে ভূমিকম্পের কারণে ফাঁকা হয়ে গেছে।

বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, আজকের ভয়াবহ ভূমিকম্পে জাবির তাজউদ্দীন হল ও কাজী নজরুল হলের বিভিন্ন স্থানে ফাটল দেখা গেছে। আশ্চর্যের বিষয়, দীর্ঘদিন আগে নির্মিত পুরনো হলগুলোতে আজকের ভূমিকম্পে এখনো পর্যন্ত উল্লেখযোগ্য তেমন কোনও ফাটল পাওয়া যায়নি। অথচ নতুন হলের করিডরসহ ভবনের বিভিন্ন জায়গায় ফাটলের দৃশ্য দেখা গিয়েছে। নতুন হলগুলোর এই ক্ষতি স্পষ্টভাবে তুলে ধরে বিগত প্রশাসনের নির্মাণ প্রক্রিয়ায় কি পরিমাণ দুর্নীতি হয়েছিল। নির্মাণের পাঁচ বছরও না যেতেই ১০ তলা বিশিষ্ট নবনির্মিত ৬ টি হল ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ হয়ে পড়া অত্যন্ত উদ্বেগজনক।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত এ ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের সকল হলগুলোকে ভূমিকম্প থেকে ঝুঁকি মুক্ত করতে অবিলম্বে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা।

Read more

Local News