Saturday, November 22, 2025

ভূমিকম্পে আহতদের চিকিৎসার নির্দেশ স্বাস্থ্য উপদেষ্টা

Share

সব সরকারি হাসপাতালে ভূমিকম্পে আহতদের চিকিৎসার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভূমিকম্পে আহত চিকিৎসাধীন ব্যক্তিদের দেখতে এসে এ সব কথা বলেন তিনি। এ সময় তিনি আহতদের চিকিৎসার খোঁজ নেন।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, সব হাসপাতালে বলেছি ভূমিকম্পে আহতদের চিকিৎসায় যেনও কোনও ত্রুটি না হয়। সকল সরকারি হাসপাতালে নির্দেশনা দেওয়া আছে। যেই মাত্রায় ভূমিকম্প হয়েছে, হয়তো কাছাকাছি হওয়ার কারণেই এই মাত্রাটা হয়েছে। কিছু কিছু জায়গায় দেখলাম মাত্রাটা ৫.২। কিন্তু আহত সেই তুলনায় বেশি হয়েছে। ঢাকার যেসব ছাত্ররা ভর্তি হয়েছে তাদের কেউ কেউ প্যানিকের কারণে দুতলা, তিনতলা থেকে লাফ দিয়েছে। সবাই মিলে আমরা ভালো চিকিৎসার জন্য চেষ্টা করছি।

উপদেষ্টা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন ছাত্র ভর্তি রয়েছে। এছাড়া আরও একজন বাচ্চা নিহত হয়েছে। তার বাবাও আহত আছেন। তার অবস্থা খুবই গুরুতর। রাজধানীর মিডফোর্ডে তিনজন নিহত রয়েছে। তারমধ্যে একজন মেডিকেলের শিক্ষার্থী নিহত রয়েছে। এছাড়া বিভিন্ন জায়গা থেকে আহতের খবর পাওয়া যাচ্ছে। গাজীপুর কয়েকজন আহত আছে। অনেকে প্যানিকের কারণে হাসপাতালে এসেছে। তাদেরকে ডাক্তাররা চিকিৎসা দিয়েছে। কয়েকজনকে দেখেছি তারা প্যানিক বেশি হয়েছে। আর যেগুলো শারীরিকভাবে আহত হয়েছে তাদেরকে চিকিৎসা দিচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ঢামেকে দুপুর পৌনে তিনটা পর্যন্ত ৪১ জন চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ ছয়জনকে ভর্তি দেওয়া হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

Read more

Local News