বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় গরীব, অসহায় ও পথচারীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সামুয়েল আহমেদ লেনিন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে বাউফল পৌর শহরে দুই শতাধিক অসহায় ও দুস্থ পথচারীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
এ সময় তারেক রহমানের সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করে দোয়া চাওয়া হয়।
বাউফল উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও ১৯৯১ সালের ৫ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী সৈয়দ আহমেদ এর ছেলে লেলিন।
এসময়ে সামুয়েল আহমেদ লেলিন বলেন, “১৫ বছরের জঞ্জাল এবং ধ্বংসস্তূপ সরিয়ে একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনে একজন তারেক রহমানের আজ খুব প্রয়োজন। তাই আমরা সাধারণ মানুষের কাছে জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য এবং নেক হায়াত কামনা করে দোয়া চেয়েছি। একজন সুস্থ তারেক রহমান মানেই সুস্থ, সমৃদ্ধ, গনতান্ত্রিক বাংলাদেশ। ১৫ বছরের স্বৈরশাসন যেভাবে সকল ব্যাবস্থাকে ভেঙ্গেচুড়ে, দুমড়ে- মুচড়ে একটি অকার্যকর রাষ্ট্র পরিণত করেছে, কেবল একজন তারেক রহমানই পারেন স্বীয় শিল্পীস্বত্তা দিয়ে রং তুলির চিত্রকলায় লাল সবুজের এই বাংলাদেশকে আবার রঙিন করে তুলতে”।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য ও ইঞ্জিনিয়ার এসোসিয়েশন (এ্যাব) সম্মিলিত পেশাজীবি সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।

