Saturday, November 22, 2025

এই ভোট দানের জন্য যারা দিন রাত চিন্তা ভাবনা করবেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হইলো,- বাউফলের সাবেক আমির

Share

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর-২ (বাউফলে) জামায়াতে ইসলামীর প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি জেনারেল ড. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত একটি উঠান বৈঠকে বাউফল উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল গনি’র একটি মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। ওই মন্তব্য ঘিরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

সাম্প্রতিক সময়ে বাউফল পৌরসভার ৭নং ওয়ার্ডে অনুষ্ঠিত উঠান বৈঠকে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ নিজেই উপস্থিত ছিলেন। এসময় তার পাশে দাঁড়িয়েই জামায়াতের সাবেক আমির তার বক্তব্যে বলেন, “এই ভোট দানের জন্য যারা অংশগ্রহণ করবে, এই ভোট দানে যারা দিন কায়েমের লক্ষ্যে ৪ টি পয়সা খরচ করবে, এই ভোট দানের জন্য যারা সময় ব্যয় করবে, এই ভোট দানের জন্য যারা দিন রাত চিন্তা ভাবনা করবেন— আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হইলো, তাদেরকে সবাই জান্নাতি হিসেবে আল্লাহ কবুল করে নেবেন।

তিনি আরও বলেন, “এটা কোনো সাধারণ বৈঠক নয়, দুনিয়ার কোনো বৈঠক। আল্লাহর কোরআনের শাসন কায়েমের লক্ষে এই বৈঠক।”

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক খালিদুর ইসলান বলেন, ‘এ ধরনের বক্তব্য প্রদানের সুযোগ নেই। তবে আমাদের যারা বক্তব্য দেন তারা অবশ্যই কোরআনের রেফারেন্সে বক্তব্য করেন। আমি তার মন্তব্য শুনিনি এখনো, তাই বিস্তারিত ভাবে কিছুই বলতে পারছি না।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওয়ালা ইসহাক বলেন, ‘এ ধরনের মন্তব্যের সম্পূর্ণ বিরোধী অবস্থান নেয় জামায়াতে ইসলামী। জান্নাত কবুলের বিষয়টি আমাদের জানার সুযোগ নেই। আল্লাহ তার যেকোনো বান্দাকে যেকোনো কারণে কবুল কর‍তে পারেন। আমি সেসসময় তার মন্তব্য খেয়াল করিনি, শুনলে অবশ্যই তখনই থামিয়ে দিতাম।

Read more

Local News