Saturday, November 22, 2025

বাউফলে তারেক রহমানের জন্মদিনে কোরআন বিতরণ

Share

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিনে বিলবিলাস নেছারিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কোরআন শরীফ বিতরণ করেছে বাউফল উপজেলা ছাত্রদল। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১টার দিকে মাদ্রাসায় কোরআন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাউফল পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল ফাহাদ ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নিয়াজ হোসেন খান।

এ সময় মো. আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, মানুষকে নৈতিকতার পথে পরিচালিত করতে ইসলামের সঠিক শিক্ষা ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি। আগামী প্রজন্ম যেন সঠিক শিক্ষা ও মূল্যবোধে বেড়ে ওঠে, ছাত্রদল সবসময় সেই প্রচেষ্টা চালিয়ে যাবে।

তিনি আরও বলেন, তারেক রহমান দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও যুবসমাজের উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। তাঁর জন্মদিনে আমরা দোয়া করি, আল্লাহ যেন তাঁকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করেন।

Read more

Local News