Saturday, November 22, 2025

চিতলমারীতে দিনব্যাপী  উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব 

Share

বাগেরহাট প্রতিনিধি:

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত বাগেরহাটের চিতলমারীতে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ” নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে উদ্যোক্তা মেলা  ও পিঠা উৎসব এবং কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০নভেম্বর) দিনব্যাপী এ পিঠা উৎসবে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সিফাত আল মারুফ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোঃ আহমেদ ইকবাল, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা পরিসংখ্যান অফিসার জনি সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক, বিআরডিবি অফিস সহকারী কর্মকর্তা হুমায়ুন কবির, সাবেক জেলা  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা শেখ রহমান প্রমুখ।

Read more

Local News